33877

07/03/2025 রাশিয়ায় আরও ৩০ হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া: রিপোর্ট

রাশিয়ায় আরও ৩০ হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

২ জুলাই ২০২৫ ১৯:৩৫

ইউক্রেনের সঙ্গে সম্মুখ সারিতে রাশিয়ার হয়ে যুদ্ধরত সৈন্যের সংখ্যা তিনগুণ বাড়াতে প্রস্তুত উত্তর কোরিয়া। মস্কোকে সহায়তা করার জন্য অতিরিক্ত ২৫,০০০ থেকে ৩০,০০০ সৈন্য পাঠাবে এশিয়ার দেশটি। ইউক্রেনীয় কর্মকর্তাদের এক গোয়েন্দা মূল্যায়নের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে।

সিএনএন-এর দেখা মূল্যায়ন অনুযায়ী, আগামী মাসগুলোতেই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। তারা নভেম্বরে পাঠানো ১১,০০০ সৈন্যের সঙ্গে যোগ দেবেন, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল।

পশ্চিমা কর্মকর্তাদের মতে, প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় ৪,০০০ সৈন্য নিহত বা আহত হয়েছে। মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সহযোগিতা তখন থেকেই প্রস্ফুটিত হয়েছে।

সিএনএন-এর দেখা ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 'যুদ্ধ ইউনিটগুলোকে আরও একীভূত করার' লক্ষ্যে 'প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ' সরবরাহ করতে সক্ষম।

নথিতে আরও বলা হয়েছে, 'একটি বড় সম্ভাবনা রয়েছে' যে, উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া-অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিযুক্ত থাকবে 'রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য, যার মধ্যে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানও' অন্তর্ভুক্ত থাকবে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মূল্যায়নে আরও বলা হয়েছে, রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ফিট করা হচ্ছে, এমন লক্ষণ রয়েছে। সিএনএন-এর প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি দেখা গেছে।

উত্তর কোরিয়া প্রাথমিকভাবে ২০২৪ সালের শরৎকালে রাশিয়ায় ১১ হাজার সেনা পাঠিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিলের শেষের দিকে বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]