33908

07/04/2025 ইরান-সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

ইরান-সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

৩ জুলাই ২০২৫ ১৪:৫৪

ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল। ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে ইহুদিবাদী এই দেশটি।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ইরান ও সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান। এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির পরপরই, যার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার আপাতত অবসান হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া যখন ইসরায়েল-ইরান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখন যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ইঙ্গিত মিলেছে, বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এবং তার কূটনৈতিক সমাধান খোঁজা।

এই আলোচনার পাশাপাশি ইসরায়েল চায়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে, বিশেষ করে ইরান ইস্যুতে। কান-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। সেখানে ইরান বিষয়ে একটি কাঠামোগত চুক্তির রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এই কাঠামোটি এমনভাবে তৈরি করা হতে পারে যাতে তা লেবাননের সঙ্গে ইসরায়েলের আগের চুক্তির মতো হয়, যেখানে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা-সংক্রান্ত দিকগুলোর ওপর জোর দেওয়া হয়েছিল।

এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও আব্রাহাম অ্যাকর্ডস বা আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তিগুলো সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করেছে। এই চুক্তির আওতায় অতীতে কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল।

কান দাবি করছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন সিরিয়ার সঙ্গেও সম্ভাব্য আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এ বিষয়ে সরকারি ভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]