33916

07/04/2025 ইউক্রেনে সব ধরণের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র: দ্য ইকোনমিস্ট

ইউক্রেনে সব ধরণের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র: দ্য ইকোনমিস্ট

আন্তর্জাতিক ডেস্ক

৩ জুলাই ২০২৫ ১৫:৫৯

ইউক্রেনে সব ধরণের মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শেল এবং খুচরা যন্ত্রাংশও রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ইকোনমিস্ট এ খবর জানিয়েছে।

সম্প্রতি ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে বলে খবর প্রকাশের পর নতুন করে সব ধরণের অস্ত্র পাঠানো বন্ধের তথ্য এলো।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে 'উত্তপ্ত বিতর্কের' পরে গত মার্চ মাসের শুরুতেও অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা সহযোগিতা সাময়িকভাবে বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় কর্মকর্তারা সন্দেহ করছেন, সম্প্রতি ইউক্রেনে ট্রাম্প প্রশাসনের অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণাটিও আগে মতোই 'ইউক্রেনের কাছ থেকে রাজনৈতিক ছাড় আদায়ের একটি প্রচেষ্টার অংশ'।

তবে ইউক্রেনের ওপর কোনো চাপ এবং অস্ত্র সরবরাহ সম্পূর্ণ বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলের মতে, সরবরাহ অব্যাহত রয়েছে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি।

অপরদিকে পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্রের 'সামরিক প্রস্তুতি এবং প্রতিরক্ষা অগ্রাধিকার' বজায় রাখার জন্যই এই বিরতি দেওয়া হয়েছে।

এর আগ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্যাট্রিয়ট এয়ার-ডিফেন্স ইন্টারসেপ্টর, জিএমএলআরএস হাই-প্রিসিশন রাউন্ড, হেলফায়ার এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, স্টিংগার সারফেস-টু-এয়ার মিসাইল এবং আরও বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র সরবরাহ স্থগিত করবে যুক্তরাষ্ট্র।

এই পটভূমিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই কিয়েভে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন গিনকেলকে তলব করেছে সরবরাহ বন্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]