33948

07/05/2025 পাবনায় কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরি

পাবনায় কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরি

জেলা সংবাদদাতা, পাবনা

৪ জুলাই ২০২৫ ২০:১৩

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিরাহিমপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৪ জুলাই) সকালে কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি দেখতে পান মৃত ব্যক্তির স্বজনরা। কবরস্থানের ওপরের মাটি ও বাঁশের চরাট সরানো দেখে সন্দেহ হয় তাদের। এ সময় তারা ভালো করে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে পান কবর খোঁড়া। ভেতরে কঙ্কাল নেই। পরে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, গত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম বলেন, আমাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা প্রতি শুক্রবার ভোরে ফজর নামাজের পর কবর জিয়ারত করতে আসি। আজকে এসে দেখি বিভিন্ন কবরস্থান খোঁড়া, বাঁশের চরাট সরানো। পরে ভেতরে দেখতে পাই কঙ্কাল নেই, মাথার খুলি বেশিরভাগ নেই। আমাদের ধারণা একটি সংঘবদ্ধ চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

উল্লেখ্য, এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুটি কবরস্থান থেকে একইভাবে বেশ কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]