3397

04/19/2025 পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৬

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট ২০২১ ২০:৩৬

পেরুর আন্দিজ পর্বতমালায় একটি বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছে এবং আরো দুইজন আহত হয়েছে। জানা গেছে, ওই বাসে করে খনি শ্রমিকদের তামার খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ বলছে, এএমজি লিমিটেডের লাস বামবাস তামার খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল শ্রমিকদের। পথিমধ্যে দুর্ঘটনায় ১৬ জন মারা গেছে।

দুর্ঘটনা ঘটেছে আপুরিমাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশের পাহাড়ি রাস্তায়। রাস্তা থেকে প্রায় ৬৫৬ ফুট নিচের খাদে পড়ে যায় বাসটি।

সূত্র: রয়টার্স, শারজাহ টোয়েন্টিফোর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]