34022

07/07/2025 হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই ২০২৫ ১১:০৮

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া মুসলিম সম্প্রদায়। ধর্মীয় আবেগ ও শোকাবহ পরিবেশে আজ রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী হোসেনি দালান থেকে শুরু হয় এই মিছিল।

চার শতাব্দী পুরোনো এই স্থাপনা থেকে বের হওয়া মিছিলটি ঘুরে আসবে আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব হয়ে ধানমন্ডি পর্যন্ত। এরপর সেখানেই শেষ হবে তাজিয়ার শোকমিছিল।

হোসেনি দালান এলাকায় সকাল থেকেই দেখা গেছে অংশগ্রহণকারীদের প্রস্তুতি। শোকাবহ এ দিনটি স্মরণে কালো পোশাকে আসা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকে হাতে রেখেছেন প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশান ও বেস্তা।

মিছিলে অংশ নিতে আসা এক শোকাহত অংশগ্রহণকারী আরাফাত বলেন, এ দিনটা আমাদের জন্য অনেক কষ্টের। ইমাম হাসান এবং ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তিনি স্বপরিবারে প্রাণ উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের দিনটি স্মরণ করতেই আমি প্রতিবছর অংশ নিই।

এই মিছিলে অংশগ্রহণ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি শোক, প্রতিবাদ এবং আত্মত্যাগের প্রতীক হিসেবেও পালন করা হয়। কারবালার সেই ঘটনার স্মরণে অংশগ্রহণকারীরা নীরবে শ্রদ্ধা জানান, শোক প্রকাশ করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এদিকে, তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুরো এলাকায় রয়েছে নিরাপত্তা বাহিনীর সরব উপস্থিতি। মিছিলের পুরো রুটজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]