34053

07/07/2025 সুশান্তের মতো দশা হবে কার্তিকের

সুশান্তের মতো দশা হবে কার্তিকের

বিনোদন ডেস্ক

৬ জুলাই ২০২৫ ১৬:৩২

বলিউডে বহিরাগত হয়েও নিজের পরিশ্রম আর প্রতিভায় জায়গা করে নিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। তবে এই সাফল্যই কি এখন তার বিপদের কারণ- তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় সংগীতশিল্পী অমল দাবি করেন, কার্তিককে বলিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যেই উঠেপড়ে লেগেছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা ও প্রযোজকেরা। আর অমলের এই কথা শুনেই উদ্বেগে পড়েছেন কার্তিকের অনুরাগীরা।

অমলের মতে, কার্তিকের জনপ্রিয়তা অনেকেই মেনে নিতে পারছেন না। তাই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।

অমল বলেন, ‘এই জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এই জগৎ এতই অন্ধকার, এক জন মানুষের জীবনটাই থাকল না। সুশান্ত সিংহ রাজপুত এই অন্ধকার জগৎটাকে সামাল দিয়ে উঠতে পারেননি। কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন, কেউ বলে তাকে খুন করা হয়েছে। যেটাই হোক, মানুষটা তো চলে গেলেন!’

সুশান্তের প্রসঙ্গে অমল আরও বলেন, ‘এই জগতের জন্যই ওর মন ও আত্মায় প্রভাব পড়েছিল। কিছু লোকজন ওর মনোবল ভেঙে দিয়েছিল নিশ্চয়ই। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে বলিউডের ওপর থেকে সাধারণ মানুষের আবেগ অনেকটাই চলে গেছে।’

‘এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে’, সুশান্তের ক্ষেত্রে এমনই ষড়যন্ত্র করেছিলেন বড় প্রযোজকেরা। দাবি অমলের। বলেন, ‘সুশান্তের মৃত্যুর পরে এই লোকগুলো (বড় প্রযোজক ও অভিনেতা) সব হারাচ্ছে। ওদের এটাই প্রাপ্য। ভালো মানুষের সঙ্গে খুব খারাপ হল। ওই একই জিনিস কিন্তু পরোক্ষভাবে কার্তিক আরিয়ানের সঙ্গে করার চেষ্টা করছে লোকজন। কার্তিকও কিন্তু অনেক সমস্যা পেরিয়ে, নাচ করে, হাসিমুখে লড়াই করে এই জায়গায় এসেছেন।’

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের রহস্যজনক মৃত্যু আজও প্রশ্নের জন্ম দেয়। তাই এখন কার্তিকের অনুরাগীরাও উদ্বিগ্ন—এই অভিযোগ কেবল আশঙ্কা, না কি সত্যিই বলিউডের আরেকটি অন্ধকার অধ্যায় শুরু হতে চলেছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]