34058

07/07/2025 ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করে রাশিয়া: রুট

ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করে রাশিয়া: রুট

আন্তর্জাতিক ডেস্ক

৬ জুলাই ২০২৫ ১৭:৩২

ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, সমস্ত ন্যাটো সদস্য রাষ্ট্রে এক বছরে যে পরিমাণ গোলাবারুদ তৈরি করে, রাশিয়া তিন মাসে তার চেয়ে কয়েকগুণ বেশি গোলাবারুদ তৈরি করে।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সামনে এক বিরাট ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। আর তা হলো প্রথমত রাশিয়া, যে দ্রুতগতিতে নিজেদের পুনর্গঠন করছে এবং সাম্প্রতিক ইতিহাসে এর তুলনা নেই। তারা এখন তিন মাসে তিনগুণ বেশি গোলাবারুদ উৎপাদন করছে, পুরো ন্যাটো যা এক বছরে করে।'

রুট দাবি করেন, হেগে ন্যাটো জোটের নেতাদের শীর্ষ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% এ উন্নীত করার যে চুক্তি হয়েছিল, তা রাশিয়াসহ ন্যাটো দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়।

তিনি বলেন, 'হ্যাঁ, এটি একটি বিশাল পরিমাণ ব্যয়। কিন্তু যদি আমরা তা না করি, তাহলে আমাদের রাশিয়ান ভাষা শিখতে হবে।'

ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার সম্ভাবনা নিয়ে রাশিয়াকে অভিযুক্ত করার ধারণাটি সাম্প্রতিক মাসগুলোতে জোটেরমধ্যে বারবার বারবার পুনরাবৃত্তি হয়েছে।

২০২৪ সালের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে বিশ্ব সংবাদ সংস্থার প্রধানদের সাথে আয়োজিত এক বৈঠকে বলেছিলেন, ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার জন্য রাশিয়ার প্রস্তুতি সম্পর্কে পশ্চিমাদের সম্মিলিত দাবি অর্থহীন।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]