34095

07/08/2025 ত্বকের জন্য ক্ষতিকর এসব উপাদান, আপনার প্রসাধনীতে নেই তো?

ত্বকের জন্য ক্ষতিকর এসব উপাদান, আপনার প্রসাধনীতে নেই তো?

লাইফস্টাইল ডেস্ক

৭ জুলাই ২০২৫ ১৩:৫৭

ত্বকের যত্ন নিতে নানাকরম প্রসাধনী ব্যবহার করা হয়। বিশেষত ত্বকের জেল্লা ধরে রাখতে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এর বিকল্প নেই। কিন্তু ত্বকের যত্নে যেসব প্রসাধনী ব্যবহার করা হয় তা কি আসলেই উপকারি? নাকি করতে পারে ত্বকের ক্ষতি?

শরীরের অত্যন্ত স্পর্শকাতর অংশ হলো ত্বক। তাই কোনো প্রসাধনী ব্যবহারের আগে সেটি সম্পর্কে ভালোমতো জেনে নেওয়া জরুরি। বাজারচলতি প্রসাধনীতে এমন কিছু উপাদান থাকে যা ত্বকের ক্ষতি করতে পারে। চলুন এগুলো সম্পর্কে জেনে নিই-

সোডিয়াম লরিল সালফেট
শ্যাম্পু, ক্লিনজার, বডি ওয়াশের মতো কয়েকটি প্রসাধনীর অন্যতম উপাদান হলো সোডিয়াম লরিল সালফেট। এই উপাদানটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে এটি ত্বকে বেশিক্ষণ রাখলে ত্বকের পানিশূন্যতা তৈরি হয়। তাই যেসব প্রসাধনীতে সোডিয়াম লরিল সালফেট রয়েছে সেগুলো বেশি সময় ত্বকে না রাখাই ভালো।

সিলিকন
ময়শ্চারাইজার এবং সিরামে মূলত সিলিকন পাওয়া যায়। এই উপাদানটি ত্বকে সাময়িকভাবে জেল্লা ফিরিয়ে আনে। তবে সিলিকনের প্রতিনিয়ত ব্যবহার ত্বকের জন্য মোটেও ভালো নয়।

নারকেল তেল
ত্বকের যত্নে নারকেল তেলের ব্যবহার বেশ পুরনো। অনেকেরই ঘরোয়া রূপচর্চার অন্যতম প্রধান উপাদান এটি। নারকেল তেল খাঁটি হলে তা ত্বকের জন্য উপকারি। কিন্তু নারকেল তেলে যদি কোনো রাসায়নিক উপাদান মেশানো থাকে তাহলে তা ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ত্বকে র‍্যাশ হওয়া, লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]