34106

07/08/2025 কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষা উপদেষ্টা

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষা উপদেষ্টা

জেলা সংবাদদাতা, নারায়ণগঞ্জ

৭ জুলাই ২০২৫ ১৫:৪৮

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় আমাদের এসেছে। বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে, আমাদের প্রযুক্তি শিক্ষতে হবে। বিজ্ঞান শিক্ষতে হবে।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা এবং ভোকেশনাল স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। তারা নিজেরাই সেটা মনে করেন। তারা তো তাদের মূল লক্ষ্য পালন করবেনই এবং রাষ্ট্রও চায় তারা যেন কোয়ালিটি কারিগরি দক্ষতা গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য এ সরকারের বড় রকমের প্রয়াস রয়েছে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই। কিন্তু তার পরেও কারিগরি শিক্ষার উপর আগের থেকে এখন আমদের অনেক জোর দিতে হবে। সে দিক থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। সে কারণে বেশ কিছু কার্যকরী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের সময় শেষ হওয়ার আগেই আমরা চাই কিছু কিছু কাজ করে দেবো।

জুলাই আন্দোলন নিয়ে এই উপদেষ্টা বলেন, জুলাই মাসেই বড় রকমের আন্দোলন হয়েছিল। ছাত্রদের আন্দোলনে শ্রমিকরা যোগ দিয়েছিলেন। সেখানে ছাত্রদের মা-বাবারা, বিশেষ করে মায়েরা সেখানে যোগ দিয়েছিলেন। শিক্ষকরা সেখানে সর্মথন জুগিয়েছিলেন। সমগ্র জাতি এই ছাত্র-ছাত্রীদের পেছনে এসে দাড়িয়েছিলেন।

শিক্ষক উপদেষ্টা আরও বলেন, আমরা যারা নাগরিক হিসেবে ছিলাম আমরা ভুলে যেতে চাচ্ছিলাম, আমদের নাগরিক কোনো অধিকার আছে। আমরা প্রজাতে পরিণত হয়েছিলাম। এই ছাত্ররা জুলাইয়ে সেই ব্যবস্থা থেকে আমাদের মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে। দেশকে গড়ে তোলার জন্য আমাদের হাতে অল্প সময়ের জন্য দায়িত্ব এসেছে। আমরা আশা করি, পরবর্তীতে যারা আসবে সমাজকে ঢেলে সাজানোর জনগণের যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করবে। শিক্ষা বঞ্চিত জনগণকে সু-শিক্ষার আলোতে আলোকিত করবে।

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে তিনি বলেন, যেই শিক্ষা তাদের (শিক্ষার্থীদের) ভেতরের যে গুণাবলীকে স্ফুরণ ঘটানোর জন্য একটা ব্যবস্থা তৈরি করে দেবে। যেই শিক্ষা তাদের কর্ম দক্ষতাকে বাড়াবে। যেই শিক্ষা তাদের নৈতিক এবং মানবিক হতে সাহায্য করবে সেই শিক্ষা শুরু যেন আমরা করে দিতে পারি।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]