3412

04/10/2025 শুটিংয়ে আহত প্রিয়াংকা

শুটিংয়ে আহত প্রিয়াংকা

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২১ ১৫:৪৫

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। ‘সিটাডেল’ ওয়েব সিরিজে অভিনয় করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সেই সিরিজের শুটিংয়ের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে প্রিয়াংকা নিজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সেটে আহত হয়েছেন তিনি।

প্রিয়াংকা চোপড়া দুটি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন। একটিতে তার চোখের ওপরে ক্ষতচিহ্ন। অন্যটিতে আঘাত তার গালে। প্রিয়াংকা জানান, গালের ক্ষতচিহ্ন নকল হলেও ডান চোখের ওপরে বাস্তবে আঘাত পেয়েছেন তিনি।

প্রিয়াংকা ছাড়াও তার অনুরাগীদের দৌলতে একাধিক ছবি ঘুরছে সামাজিক মাধ্যমে। কোথাও তার দিকে বন্দুক তাক করা, কোথাও বা তিনি বন্দুক হাতে দাঁড়িয়ে। কিছুদিন আগে ‘দেশি গার্ল’ কাদামাখা আরও একটি ছবি পোস্ট করেছিলেন।

ক্যাপশন থেকে জানা যায়, সেটি ওয়েব সিরিজের শুটিংয়ের ছবি। বোঝাই যাচ্ছে, জোরকদমে চলছে আন্তর্জাতিক এই সিরিজের শুটিং। বহুদিন পর তার অনুরাগীরা তাকে পর্দায় দেখতে পাবেন।

‘সিটাডেল’ ওয়েব সিরিজে প্রিয়াংকা এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। এই ওয়েব সিরিজই তাকে ওটিটির সঙ্গে পরিচয় করাচ্ছে প্রথমবার। ওয়েব সিরিজটি দেখানো হবে অ্যামাজন প্রাইমে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]