34120

07/08/2025 গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জেলা সংবাদদাতা, ময়মনসিংহ

৭ জুলাই ২০২৫ ১৮:১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাঁচবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. ইকবাল হোসেন (৫০)। এরমধ্যে ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত আসতেই দ্রুত গতিতে চলা ভালুকাগামী ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। এ সময় আহত হন আরও দুইজন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকের চালক সোহানকে আটক করে ট্রাকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]