34237

07/11/2025 রোহিঙ্গা সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে : পররাষ্ট্রসচিব

রোহিঙ্গা সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে : পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই ২০২৫ ১০:৪৫

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য বোঝা বহন করে চলেছে, যা দিন দিন জটিল আকার ধারণ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা আরও জরুরি হয়ে পড়েছে।

গতকাল (বুধবার) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়ানমারে নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান লেচারভি। সেখানেই এসব কথা বলেন আসাদ আলম সিয়াম। এ সময় তারা রোহিঙ্গা ইস্যুর সার্বিক দিক নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মিয়ানমারে নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত। বৈঠকে দু’পক্ষই রোহিঙ্গা সংকটের একটি দ্রুত, টেকসই এবং সম্মানজনক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় রোহিঙ্গা জনগণের দ্রুত প্রত্যাবাসন, সীমিত মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতা হ্রাস পাওয়ার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

পররাষ্ট্রসচিব রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য ফরাসি সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার আওতায় বিশ্বব্যাপী আর্থিক প্রতিশ্রুতি কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নসহ বৈশ্বিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত তহবিল সংগ্রহে ফ্রান্সের সহযোগিতাও কামনা করেন তিনি।

ফরাসি বিশেষ দূত সীমান্তের উভয় পাশে মানবিক চাহিদা পূরণের গুরুত্বের ওপর জোর দিয়ে একটি টেকসই সমাধানের জন্য সব অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততার জন্য ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে রোহিঙ্গা ইস্যুতে আসন্ন উচ্চ-স্তরের সম্মেলনের ওপরও জোর দেন।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]