34295

07/11/2025 এসএসসি পরীক্ষায় ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

এসএসসি পরীক্ষায় ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

জেলা সংবাদদাতা, কুষ্টিয়া

১০ জুলাই ২০২৫ ১৯:১২

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রাব্বি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ফলাফল প্রকাশের পর এই ঘটনা ঘটে। রাব্বি খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুল থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফলাফলে রাব্বির ইংরেজি দুটি পত্রসহ মোট চারটি বিষয়ে ফেল ধরা পড়ে। ফলাফল জানার পর মানসিক চাপে পড়ে সে। একপর্যায়ে বিকেলে নিজের ঘরে গিয়ে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাব্বির এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাব্বি নিয়মিত ছাত্র ছিল। পড়াশোনাতেও খারাপ ছিল না। তবে তার হাতের লেখা খুব দুর্বল ছিল।’

রাব্বির মা জাহানারা বেগম ছেলের ফলাফল জানার পর তাকে কিছু তিক্ত কথা বলেছিলেন বলে জানিয়েছেন পরিবারের একজন সদস্য। তবে এ বিষয়ে মা কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাব্বির বাবা চান্নু বিশ্বাস বলেন, ‘আমি সকাল থেকে জানিপুর বাজারে ছিলাম। খবর পেয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছি।’ এর বাইরে তিনি কিছু বলতে চাননি।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। তবে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, ‘রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]