জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানানোয় মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে গত মঙ্গলবার (৮ জুলাই) এমন ঘটনা ঘটেছে।
শুক্রবার রাওয়ালপিন্ডি পুলিশ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘মেয়েটির বাবা তাকে তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। তবে মেয়ে তা করতে অস্বীকৃতি জানানোয় তিনি তাকে হত্যা করেন। ’
এএফপির প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা জানিয়েছেন, মঙ্গলবার ‘সম্মানের জন্য’ ১৬ বছর বয়সি মেয়েকে তার বাবা হত্যা করেছেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
রাওয়ালপিন্ডির পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবার প্রথমে ‘হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসাবে চিত্রিত করার’ চেষ্টা করেছিল।
এর আগে গত মাসে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৭ বছর বয়সি জনপ্রিয় টিকটকার সানা ইউসুফকে তর নিজ বাড়িতে হত্যা করেন এক যুবক।
টিকটকসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ১০ লাখেরও বেশি ফলোয়ার ছিল সানার। অ্যাকাউন্টগুলোতে তিনি তার প্রিয় ক্যাফে, ত্বকের যত্নের পণ্য এবং ঐতিহ্যবাহী পোশাকের ভিডিও শেয়ার করতেন।
বর্তমানে পাকিস্তানে টিকটক খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এর কারণ হলো এটি সহজেই অ্যাক্সেসযোগ্য। অ্যাপটি থেকে লাভজনক আয় হওয়ায় নারীরাও এখন এর প্রতি ঝুঁকছেন। সূত্র: জিও নিউজ
ডিএম /সীমা