34392

07/14/2025 ফ্রি কিকের বিশ্বরেকর্ড গড়তে মেসির আর কত গোল দরকার?

ফ্রি কিকের বিশ্বরেকর্ড গড়তে মেসির আর কত গোল দরকার?

ক্রীড়া ডেস্ক

১৩ জুলাই ২০২৫ ১৬:১৫

ফুটবলে ফ্রি-কিক থেকে গোল করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। দূরত্ব, নিখুঁত লক্ষ্যভেদ, ডিফেন্ডার ও গোলকিপারকে ফাঁকি দেওয়া—সব মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জ বটে। তবে কিছু খেলোয়াড় আছেন, যাদের দেখলে এই কঠিন কাজকেও মনে হয় কতই না সহজ!

লিওনেল মেসি তাদেরই একজন। তার কাছে ফ্রি কিক কত সহজ, সেটা বুঝতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। ২০১৮ সালের পর থেকে মেসি পেনাল্টিতে গোল পেয়েছেন ৩৩টি, আর ফ্রি কিক গোল তার চেয়ে দুটো বেশি, ৩৫। বুঝুন তাহলে!

তবে এমন ফর্মের পরেও বিশ্বরেকর্ডটা তার দখলে নেই। মেসি আজ রোববার ন্যাশভিলের বিপক্ষে গোল করে তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোলের দেখা পেয়ে গেছেন। এই গোল তাকে রেকর্ডের আরও একটু কাছে নিয়ে এসেছে।

তবে মেসিকে তার আগে টপকে যেতে হবে পেলের রেকর্ডকে। ব্রাজিলিয়ান কিংবদন্তি তার দীর্ঘ ক্যারিয়ারে ফ্রি কিকে গোল করেছিলেন ৭০টি। সেই রেকর্ডটা থেকে আর ১ গোলের দূরত্বে আছেন মেসি।

যদিও রেকর্ডটা গড়তে আরও অনেক ফ্রি কিক গোল চাই তার। ৭৭ গোল নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি জুনিনিও পারনাম্বুকানো। ফরাসি ক্লাব লিওঁর এই সাবেক ফুটবলারকে ছাড়িয়ে যেতে মেসিকে করতে হবে আরও ৯টি ফ্রি কিক গোল।

মেসির হাতে খুব বেশি সময় নেই অবশ্য। গুঞ্জন আছে আগামী বছর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলেই ফুটবলকে বিদায় বলবেন তিনি। সে গুঞ্জন যদি সত্যিই হয়, তাহলে মেসিকে এক মৌসুমেই করতে হবে এতগুলো গোল। সে রেকর্ডটা শেষমেশ মেসি ভাঙতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

ফ্রি কিকের শীর্ষ ১০
১. জুনিনিও পারনামবুকানো – ৭৭ গোল
২. পেলে – ৭০ গোল
৩. লিওনেল মেসি – ৬৯ গোল
৪. ভিক্টর লেগরোত্তালিয়ে – ৬৬ গোল
৫. রোনালদিনহো – ৬৬ গোল
৬. ডেভিড বেকহ্যাম – ৬৫ গোল
৭. ক্রিস্টিয়ানো রোনালদো – ৬৪ গোল
৮. দিয়েগো ম্যারাডোনা – ৬২ গোল
৯. জিকো – ৬২ গোল
১০. রোনাল্ড কোমান – ৬০ গোল

ডিএস /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]