34474

07/16/2025 উচ্চ মুনাফার ফাঁদ, অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

উচ্চ মুনাফার ফাঁদ, অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক

১৫ জুলাই ২০২৫ ১৩:৩১

অস্বাভাবিক মুনাফার প্রলোভনে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম ও ক্রাউডফান্ডিংভিত্তিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৪ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। অনেক সময় এই ধরনের উদ্যোগের আড়ালে ব্যক্তিগত তথ্য—বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)—জালিয়াতির উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছে।

প্রতারণার কৌশল হিসেবে কখনো হজ, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সরকারি ভাতা বা ভুয়া প্রণোদনার কথা বলে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে বলেছে, এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত হলে, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।

আরও জানানো হয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ধারা ৪ ও ১৫ অনুসারে এ ধরনের কর্মকাণ্ড আইন পরিপন্থী। এ আইনের ধারা ১৮(৪)-এর ক্ষমতাবলে এই সতর্কীকরণ জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই সতর্কতাকে ‘জনস্বার্থে জারি করা নির্দেশনা’ হিসেবে উল্লেখ করে ডিজিটাল ও অফলাইন লেনদেনে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]