3460

04/19/2025 ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল ভারত

৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট ২০২১ ০০:২৬

আন্তর্জাতিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করল ভারত

মহামারি করোনাভাইরাসের প্রকোপের জেরে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর আগে দেশটি ২০২০ সালের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়।

গত রোববার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে নির্দেশনাটি জারি করা হয়। যদিও আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় মোট ২৫টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা অব্যাহত থাকবে।

দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, মালদ্বীপ, জার্মানি, ফ্রান্স, ভুটান ও কাতার।

অন্য দিকে প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৪২ হাজার ৯০৯ জন। আর কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছে চার লাখ ৩৮ হাজার ২১০ জন। আর সংক্রমিত হয়েছে তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]