34638

07/20/2025 গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে আতঙ্ক

গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে আতঙ্ক

জেলা সংবাদদাতা, গোপালগঞ্জ

১৯ জুলাই ২০২৫ ১৩:২৭

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

কারফিউ শিথিল হলেও জনমনে বিরাজ করছে আতঙ্ক। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকাল ১০ টা থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে। শহরে লঞ্চ এলাকায় গিয়ে দেখা কিছু যানবাহন দাঁড়িয়ে আছে। তবে নেই কাঙ্ক্ষিত যাত্রী। কিছু ব্যক্তিদের চলাচল করতে দেখা গেছে। তবে লঞ্চঘাট এলাকায় দু একটি দোকান ছাড়া বাকি দোকানগুলো বন্ধ দেখা গেছে। শহরের চৌরঙ্গী, বটতলা, কালিবাড়ী, বিসিক সহ থানাপড়া এলাকায় ঘুরে একই চিত্র দেখা গেছে। জরুরি প্রয়োজন ও দিনমজুর কিছু মানুষ ঘর থেকে বের হয়েছে। তবে এর মধ্যে দিনমজুরের সংখ্যাই বেশি। এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এখনো মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা শহরের লঞ্চঘাট এলাকায় কথা হয় লিমন নামে এক যুবকের। তিনি বলেন, জরুরি কাজে শহরে এসেছিলাম। তবে বেশিরভাগ দোকানপাটই বন্ধ। এর কারণ এখনো জনমনে আতঙ্ক বিরাজ করছে। কখন জানি গ্রেপ্তার হই। এছাড়া বিভিন্ন এলাকায় রাতে অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষ অনেকেই ঘরবাড়ি ছাড়া।

বিসিক এলাকা কথা হয় সুরুজ নামে এক বৃদ্ধার সঙ্গে। তিনি বলেন, কারফিউ নেই জেনে বাজার করতে আসছি। তবে শহরে লোকজনের আনাগোনা একদমই নেই। বাজার করছি, তবে ভেতরে কিছু আতঙ্ক বিরাজ করছে।

শহরে মাহমুদ মিয়া নামে এক ইজিবাইক চালক বলেন, গত তিন দিন ধরেই শহরে গাড়ি চালাচ্ছি। তবে ইনকাম নেই। আজকে কারফিউ নাই ভাবছিলাম কিছু আয় হবে তবে সেই পরিমাণ ইনকাম হচ্ছে না। যাত্রীরা সবাই ভয়ে ঘর থেকে বের হচ্ছে না।

জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে নেতৃত্ব দিচ্ছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার। তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি বলেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কারফিউ নাই যার কারণে সাধারণ মানুষ অনেকেই ঘর থেকে বের হচ্ছে। আমরা অভিযানও পরিচালনা করছি। তবে অভিযানে যেন নিরাপরাধ কেউ আটক না হয় সে বিষয়ে খেয়াল রেখেই কাজ করছি।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]