34702

07/21/2025 কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জেলা সংবাদদাতা, কক্সবাজার

২০ জুলাই ২০২৫ ১৪:৪৫

কক্সবাজারের চকরিয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে চকরিয়া হারবাং এলাকায় তারা এই বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে সারা দেশে হরতাল ঘোষণার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন। সেই ধারাবাহিকতায় চকরিয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের কর্মী মো. সুমন, মো. ছোটন ও মো. বাপ্পির নাম পাওয়া গেছে। এদের মধ্যে এনামুল হক নিজেই তার ফেসবুকে বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]