হরতাল সমর্থনে রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য মিথ্যা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এ হরতালের ডাক দিয়েছে।
রোববার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো সংক্রান্তে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই ভিডিও দু’টি অনেক পুরোনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলক আজকের ভিডিও বলে প্রচার করছে। এসব স্থানে এমন কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে এক কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।
যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে নগরবাসীদের অনুরোধ করা হলো।
ডিএম /সীমা