3472

09/05/2025 সিএনজি পাম্পে প্রাইভেটকারে ২ যুবকের লাশ

সিএনজি পাম্পে প্রাইভেটকারে ২ যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২১ ১৭:৫০

রাজধানীর সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্পে একটি প্রাইভেটকারের ভেতরে দুই যুবকের লাশ পাওয়া গেছে। নিহতরা হলেন- সিয়াম ও রাকিব। তারা ওই পাম্পের কর্মচারী বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, সকালে নাভানা সিএনজি পাম্পে গাড়ির ভেতরে দুই কর্মচারীর লাশ পাওয়া গেছে। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ভেতরে অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]