34721

07/21/2025 চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় সোয়াট

চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় সোয়াট

চট্টগ্রাম ব্যুরো

২০ জুলাই ২০২৫ ১৮:৩৫

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেল পাঁচটার সময় নগরীর বিপ্লব উদ্যানের সমাবেশস্থলে সোয়াট সদস্যদের উপস্থিতি দেখা যায়।

এর আগে, এনসিপি নেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয় ডগ স্কোয়াড।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নগরীর বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ ও কক্সবাজারে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সতর্কতা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে ‘মোটেল সৈকত’-এ শনিবার রাতযাপন করেন এনসিপির শীর্ষ নেতারা। বিকেলে সেখানে ডগ স্কোয়াড দিয়ে দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালায় নগর পুলিশের একটি বিশেষ দল। যে তিনটি ফ্লোরে নেতারা অবস্থান করেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে ও নেতাদের চলাচলের পথেও কঠোর নজরদারি থাকবে। বিকেলে এনসিপি নেতারা কাপ্তাই রাস্তার মাথা হয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করবেন। সেখানেও আইন-শৃঙ্খলা বাহিনীর নজর থাকবে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, এনসিপির কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে শেষ করা যায়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]