34725

07/21/2025 ক্যাথলিক চার্চে হামলার পর গাজায় অবিলম্বে ‘বর্বরতা’ বন্ধের আহ্বান পোপের

ক্যাথলিক চার্চে হামলার পর গাজায় অবিলম্বে ‘বর্বরতা’ বন্ধের আহ্বান পোপের

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই ২০২৫ ১৯:৩৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্যাথলিক চার্চের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তিন দিন পর গাজা যুদ্ধের 'বর্বরতার' এবং 'নির্বিচারে শক্তি প্রয়োগ' বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।

রোববার (২০ জুলাই) রোমের কাছে পোপের গ্রীষ্মকালীন বাসভবনে এক প্রার্থনা শেষে লিও বলেন, 'আমি আবারও যুদ্ধের বর্বরতার অবিলম্বে অবসান এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য অনুরোধ করছি।'

গত বৃহস্পতিবারের হামলার পর সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পোপ গির্জার ওপর হামলার জন্য 'গভীর দুঃখ' প্রকাশ করেন।

গির্জাটি প্রায় ৬০০ জন বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিচ্ছিল, যাদের বেশিরভাগই শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন কয়েক ডজন মানুষ।

ইসরায়েল ক্ষয়ক্ষতি এবং বেসামরিক হতাহতের জন্য 'গভীর দুঃখ' প্রকাশ করেছে এবং দাবি করেছে, তাদের বাহিনী হামলার তদন্ত করছে।

লিও আজ বলেন, 'দুর্ভাগ্যবশত, এই কাজটি গাজার বেসামরিক জনগোষ্ঠী এবং উপাসনালয়গুলোর বিরুদ্ধে চলমান সামরিক আক্রমণকে আরও বাড়িয়ে তুলছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা, সেই সঙ্গে সম্মিলিত শাস্তি নিষিদ্ধকরণ, বলপ্রয়োগের নির্বিচার ব্যবহার এবং জনসংখ্যার জোরপূর্বক স্থানচ্যুতিকে সম্মান করার আবেদন জানাচ্ছি।'

এদিকে, আন্তর্জাতিক বিশ্বের নিন্দা উপেক্ষা করে ইসরায়েলি দখলদার বাহিনী গাজার মধ্যাঞ্চলের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]