34810

07/23/2025 সচিবালয়ে ঢুকে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ

সচিবালয়ে ঢুকে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই ২০২৫ ১৬:২২

আন্দোলনরত শিক্ষার্থীদের একটা দল সচিবালয়ে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। এসময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেন তারা।

এর আগে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে কয়েকজন দৌড়ে দূরে সরে যান।

আন্দোলনের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরও পরীক্ষা স্থগিত করতে টালবাহানা করা হয়েছে। শিক্ষার্থীরা সকালে শুনতে পায় পরীক্ষা হচ্ছে না। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। আমরা তাদের পদত্যাগের দাবিতে এখানে জড়ো হয়েছি।

সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দেন।

সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে দিবাগত রাত পৌনে তিনটার দিকে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের তথ্য জানান।

এরপর মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের কথা জানান। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও পরীক্ষা স্থগিতের তথ্য জানায়।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]