34875

07/25/2025 ডেঙ্গুতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

ডেঙ্গুতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

স্বাস্থ্য ডেস্ক

২৩ জুলাই ২০২৫ ১৮:৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।

নিহতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এই চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১০২ জনের বয়স ০-২০ বছর।

এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। মোট ৩১৯ জনের মধ্যে ১৮৮ জন পুরুষ এবং ১৩১ জন নারী।

চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬৯ জনের।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]