34905

07/27/2025 পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শত শত পর্যটক

পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শত শত পর্যটক

জেলা সংবাদদাতা, রাঙামাটি

২৪ জুলাই ২০২৫ ১৩:৪১

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সব রকম যানচলাচল বন্ধ পড়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর বৃষ্টির কারণে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাহাড়ধসের কারণে সড়ক বন্ধ হয়ে পড়ায় সাজেকে চার শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানা যায়। এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে আছে। এতে নারী-শিশুসহ ভোগান্তিতে পড়ছে অনেকেই।

খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড়ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সঙ্গে বড় বড় পাথর ও গাছপালা সড়কের ওপর পড়েছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি তবে ভারী যন্ত্রপাতি ছাড়া এসব পাথর ও গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কে ধসে পড়া মাটি সারানোর কাজ করছেন। বড় ধরনের ধস হয়েছে ফলে সড়ক থেকে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]