34969

07/27/2025 কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস বিলে, আহত ২০

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস বিলে, আহত ২০

জেলা সংবাদদাতা, কক্সবাজার

২৬ জুলাই ২০২৫ ১২:০৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলা বাজার এলাকায় মারসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার  ( ২৬ জুলাই )সকাল ৭টার দিকে উপজেলা বাংলা বাজারের দরগাহ পাড়ায় কিং অব কমিউনিটি সেন্টারের সামনে নিয়ন্ত্রণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন।

তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় মারসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। এসময় বাসে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি।

খরুলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ খোরশেদ জানান, হঠাৎ একটি দ্রতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। তখন আমরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। যাত্রীরা বলেছেন চালক ঘুমে ছিলেন।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]