3499

01/13/2026 ধর্ষণের অভিযোগে এসআই খায়রুল কারাগারে

ধর্ষণের অভিযোগে এসআই খায়রুল কারাগারে

আদালত প্রতিবেদক

১ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৯

ধর্ষণের অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। পরে, আদালত একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। অভিযোগ প্রমাণ হলে খায়রুল আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রায় ১ মাস আগে শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগ নিয়ে যান ভূক্তভোগী ওই নারী। ভুক্তভোগী নারীর অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে না নিয়ে ব্যক্তিগতভাবে সুরাহার আশ্বাস দেন এসআই খায়রুল আলম।

পরে বিষয়টি পারিবারিকভাবে সমাধান হলে ঐ পুলিশ সদস্যকে জানান ঐ নারী। অভিযোগ করেছেন, তারপর থেকেই ফোনে বিরক্ত করতেন খায়রুল। সোমবার সকালে রাজধানীর রাজাবাজার থেকে তাকে তুলে নিয়ে গুলশানের একটি বাসায় যান খায়রুল। সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ঐ নারী।

এই ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে গুলশান থানায়। গ্রেপ্তার হয়েছেন এসআই খায়রুল আলম।অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]