34990

07/27/2025 ‘মেসির অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা’

‘মেসির অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা’

ক্রীড়া ডেস্ক

২৬ জুলাই ২০২৫ ১৬:৩৯

লিওনেল মেসির অধিনায়কত্বেই ২০২৬ সালের বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা। এমনটি বলেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান বিপণন কর্মকর্তা লিয়ান্দ্রো পিটারসেন।

পিটারসেন বলেন, ‘মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে। এই মৌসুমটা তো তার দুর্দান্ত কাটছে। আমি নিশ্চিত, তার নেতৃত্বেই আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ খেলবে। আমার দৃঢ়বিশ্বাস, আগামী আসরের অন্যতম সেরা ফুটবলার হবেন মেসি।’

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে জোড়া গোলের রেকর্ড করার পাশাপাশি গত ২৯ ম্যাচে ২৪ গোল করেছেন, আটটি অ্যাসিস্টও রয়েছে।

মেসিকে কেন্দ্র করেই আগামী বিশ্বকাপের দল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এর মধ্যে কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে, বিশ্বকাপের যথোপযুক্ত প্রস্তুতি নিতেই নাকি ইন্টার মায়ামি ছেড়ে ফের ইউরোপে যাওয়ার চিন্তা করছেন মেসি।

আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে সেখানেই থাকছেন তিনি। পরিচিত কন্ডিশনেই নিজের ফিটনেস এবং পারফরম্যান্স ধরে রাখতে চান আর্জেন্টাইন তারকা।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]