35039

07/29/2025 এবার গাজামুখী ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল

এবার গাজামুখী ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২৫ ১৩:৪৯

ছিনতাইয়ের পর লাইফ জ্যাকেট পরে হাত উঁচু করে বসে আছেন ‘হান্ডালা’র ক্রুরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইলি নৌবাহিনী। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা দিয়েছিল।

শনিবার (২৬ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছিল। এতে সংসদ সদস্য, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকসহ ২১ জন নিরস্ত্র কর্মী ছিলেন।

ইসরাইলি নৌবাহিনীর জাহাজগুলো কাছে আসার আগে ক্রুরা জাহাজের ওপরে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখেছে। এ পরিস্থিতিতে তারা ‘ডিসট্রেস কল’ জারি করেছে।

হুওয়াইদা আরাফ নামে ওই জাহাজে থাকা একজন বলেন, ইসরাইলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

‘হান্ডালা’ গাজার শিশুদের জন্য ফর্মূলা, খাবার এবং ওষুধসহ মানবিক সহায়তা বহন করছিল।
এর আগে গত মাসে, ইসরাইলি সেনাবাহিনী একইভাবে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছিল, যেখানে ১২ জন উচ্চ-প্রোফাইল আন্তর্জাতিক ক্যাম্পেইনার ছিলেন। তার আগে মে মাসেও, ইসরাইলি ড্রোনগুলো মাতার উপকূলরেখার কাছে থাকা গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে আরোহন করা একই ধরণের একটি জাহাজে আক্রমণ করেছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]