35048

07/29/2025 ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২৫ ১৫:১৪

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। মূল মন্দিরে যাওয়ার পথে সিঁড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পদদলিত হওয়ার আগে মনসা দেবী মন্দিরে অনেক ভক্তের ভিড় হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট আহতের সংখ্যা ৫৫ জন বলে জানানো হয়েছে।

এদিকে, হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রমেন্দ্র সিং ডোবাল প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সৃষ্ট গুজবের কারণে আতঙ্কিত হয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

ঘটনাটি বর্ণনায় বিহারের এক আহত বাসিন্দা জানান, মন্দিরে হঠাৎ করেই বিশাল ভিড় জমে যায়, যার ফলে পদদলিত হয়। লোকজন যখন ভিড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখন তিনি পড়ে যান এবং তার হাত ভেঙে যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, দুর্ঘটনার পরপর উত্তরাখণ্ড পুলিশের রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং স্থানীয় পুলিশ ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও জানান, তিনি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]