35121

07/30/2025 নেইল পলিশ লাগানো অবস্থায় ওজু হবে?

নেইল পলিশ লাগানো অবস্থায় ওজু হবে?

র্ধম ডেস্ক

২৮ জুলাই ২০২৫ ১৬:৫৩

প্রশ্ন: নানা রঙের নেইল পলিশ আমার পছন্দ। একজন ইসলামি বক্তার মুখে শুনেছি মেয়েদের জন্য নেইল পলিশ ব্যবহার করা জায়েজ নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই?

উত্তর: মহান আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্য পছন্দ করেন। ইসলাম সৌন্দর্যচর্চার অনুমোদনও দিয়েছে। তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে, যেন তা পাপে পরিণত না হয়।

সাজসজ্জা ইসলামি জীবনরীতির অবিচ্ছেদ্য অংশ। ইসলাম নির্দেশ দেয়, স্ত্রী যেন ঘরেও স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে। স্বামীর উদ্দেশে সাজসজ্জা করা একটি ইবাদত।

আল্লাহতায়ালা বলেন, বলো, আল্লাহ নিজ বান্দাদের জন্য যে সাজসজ্জার উপকরণ সৃষ্টি করেছেন, কে তা হারাম করেছে? (সূরা আরাফ, ৩২।)

এ আয়াত থেকে প্রতীয়মাণ হয় যে, সাজসজ্জার উপকরণ ব্যবহার করা জায়েজ। আর নেইল পলিশ যেহেতু সাজসজ্জার উপকরণ, তাই মেয়েদের জন্য নেইল পলিশ ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ নয়।

তবে নেইল পলিশ ব্যবহার করার ফলে নখের ওপর এক ধরনের আবরণ সৃষ্টি হয়, যা পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে থাকে। আর ওজু শুদ্ধ হওয়ার জন্য ওজুর অঙ্গগুলোর প্রতিটি অংশে পানি পৌঁছানো জরুরি।

আর নেইল পলিশ ব্যবহার করলে যেহেতু নখে পানি পৌঁছে না, তাই নেইল পলিশ থাকাবস্থায় ওজু করলে ওজু শুদ্ধ হবে না।

বিশেষজ্ঞরা কুরআন-হাদিসের আলোকে বলেন, মেয়েদের জন্য নেইল পলিশ ব্যবহার করা মৌলিকভাবে জায়েজ। কিন্তু নেইল পলিশ থাকাবস্থায় ওজু করলে যেহেতু ওজু হয় না, তাই পবিত্রতার দিনগুলোয় মেয়েদের নেইল পলিশ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

কখনো ওজুসহকারে নেইল পলিশ ব্যবহার করলেও পরবর্তী ওজুর আগে অবশ্যই তা উঠিয়ে ফেলতে হবে। অবশ্য অপবিত্র থাকার ফলে যখন মেয়েদের ওপর সালাত আদায়ের বিধান থাকে না, তখন নেইল পলিশ ব্যবহারে কোনো সমস্যা নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]