35135

07/30/2025 চীনে প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮

চীনে প্রবল বৃষ্টিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২৫ ১৮:২২

অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও আটজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চেংদে শহরের কাছে একটি গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে।

বেইজিংয়ের উপশহর মিয়ুন এলাকায় টানা বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও ভূমিধস দেখা দিলে সেখান থেকে অন্তত ৪,৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি জানিয়েছে, ওই অঞ্চলের বহু গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়েছে।

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মিয়ুনের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে, যেখানে গাড়ি ও ট্রাক পানিতে ভেসে বেড়াচ্ছে এবং আবাসিক ভবনগুলোও প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।

চীনের উত্তরাঞ্চল, বিশেষ করে সাধারণত শুষ্ক জলবায়ুর এলাকা হিসেবে পরিচিত অঞ্চলগুলো সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে, যার ফলে বন্যার ঝুঁকিতে রয়েছে ঘনবসতিপূর্ণ শহরগুলো, এমনকি রাজধানী বেইজিংও।

কিছু বিজ্ঞানী এই অতিবৃষ্টির প্রবণতাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন।

চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন উত্তরাঞ্চলজুড়ে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। জলসম্পদ মন্ত্রণালয় বন্যা প্রবণ ১১টি প্রদেশ ও অঞ্চলে লক্ষ্যভিত্তিক সতর্কতা জারি করেছে।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানায়, সোমবার বেইজিং সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে। হেবেই প্রদেশে ‘গুরুতর’ বন্যা পরিস্থিতি পরিদর্শনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ একটি বিশেষ দল পাঠিয়েছে।

এছাড়া শানশি প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতে সড়ক পানিতে ডুবে গেছে এবং ফসল ও গাছপালা প্লাবিত হয়েছে বলে রাজ্য গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। ঐতিহাসিক শহর শিয়ান অবস্থিত এই প্রদেশেও তাৎক্ষণিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]