35145

07/30/2025 বার্সেলোনার কোচ হিসেবে ফেরার বিষয়ে যা বললেন গার্দিওলা

বার্সেলোনার কোচ হিসেবে ফেরার বিষয়ে যা বললেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক

২৮ জুলাই ২০২৫ ১৯:১৮

বার্সেলোনার সঙ্গে তার স্মৃতি যতই রঙিন হোক না কেন, সেই অধ্যায় একেবারে চিরতরে বন্ধ বলে জানিয়ে দিলেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ একদম স্পষ্ট ভাষায় জানিয়েছেন ক্যাম্প ন্যুতে তার আর ফেরার কোনো ইচ্ছা নেই।

এ নিয়ে কোনো দ্বিধা না রেখেই গার্দিওলা বলেছেন, “শেষ। চিরতরে শেষ। সময়টা ছিল খুব সুন্দর, কিন্তু সেটা এখন অতীত। এমনকি প্রেসিডেন্ট হিসেবেও ফিরবো না, আমি এই কাজের জন্য যথেষ্ট ভালো নই।”

বার্সেলোনার ইতিহাসে সোনালী সময় এনে দিয়েছিলেন গার্দিওলা। তার কোচিংয়ে ক্লাব জিতেছে একাধিক লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি। বহুদিন ধরেই বার্সা সমর্থকদের একটা স্বপ্ন ছিল- একদিন না একদিন হয়তো আবার গার্দিওলা ফিরবেন। তবে তার সাম্প্রতিক বক্তব্যে সেই আশা একেবারে ধূসর হয়ে গেল। এক কথায়, বার্সেলোনা অধ্যায়ে তিনি নিজেই ফাইনাল টানলেন।

যদিও পুরনো এক দরজা বন্ধ করলেন, গার্দিওলা খোলেন নতুন এক আলোচনার জানালা। বার্সার তরুণ বিস্ময় লামিন ইয়ামালকে নিয়ে কথা বলেন তিনি। তরুণ এই ফরোয়ার্ড ইতোমধ্যেই বার্সার কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনার কেন্দ্রে। বিশেষ করে ১০ নম্বর জার্সি পাওয়ার পর থেকেই এমন আলোচনা আরও জোরাল হয়েছে। তবে গার্দিওলার মতে, এমন তুলনা করার সময় এখনও আসেনি।

গার্দিওলা বলেছেন, “আমরা ইয়ামালকে তার নিজস্ব পথ তৈরি করতে দিতে চাই। সে যদি ১৫ বছর খেলে, তখন বলা যাবে সে মেসির চেয়ে ভালো কি না।” গার্দিওলা কোনো নেতিবাচক সমালোচনা করেননি। বরং, তার মতে ইয়ামালের প্রতিভা এতটাই উজ্জ্বল যে তাকে মেসির সঙ্গে তুলনা করাটাই অনেক বড় বিষয়। “যেমন, একজন চিত্রশিল্পীকে যদি ভ্যান গঘের সঙ্গে তুলনা করা হয়, সেটাই তো বিশাল প্রশংসা।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]