35246

08/01/2025 বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২৫ ১৪:০৮

বঙ্গোপসাগরে পরপর চারটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে মাত্র দেড় ঘণ্টার মধ্যে ভূমিকম্পগুলো অনুভূত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ। এর কেন্দ্র ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে। সেটা ছিল ৫ মাত্রার ভূমিকম্প।

এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়েছে। সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪.৯, ও ৪.৬। সর্বশেষ ভূমিকম্পটি ঘটে রাত সোয়া ১১টার দিকে। তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এদিকে বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা, নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বড় ধরনের সুনামি তৈরি হয়েছে। ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর সুনামির ঢেউ প্রথমে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং এরপর জাপানের উত্তরের বৃহৎ দ্বীপ হোক্কাইডোতে পৌঁছায়।

তারপর তা মার্কিন উপকূলে আছড়ে পড়তে শুরু করে। আলাস্কায় ছোট ছোট সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে হাওয়াইয়েও।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, উত্তর-পূর্ব জাপানের কুজি বন্দরে আছড়ে পড়া সুনামির ঢেউ ১.৩ মিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। এদিকে নেমুরো হানাসাকিতেও ৮০ সেন্টিমিটার এবং ইশিনোমাকি বন্দরে ঢেউয়ের উচ্চতা ৭০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে।এছাড়া জাপানের অন্যান্য উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা সকালের দিকেও মাত্র ২০ সেন্টিমিটার ছিল।

জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঢেউ ৩ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং সেই সঙ্গে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে যে, সুনামির সতর্কতা পরবর্তী ২৪ ঘন্টা ধরে স্থায়ী হতে পারে। এ পরিস্থিতিতে দেশটির উপকূরীয় এলাকার ১৯ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]