35278

08/01/2025 প্যান্টে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬১ লাখ টাকার সোনার বার

প্যান্টে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬১ লাখ টাকার সোনার বার

যশোর ব্যুরো

৩০ জুলাই ২০২৫ ১৮:২১

প্যান্টের ভেতর কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক জাহিদ মন্ডল (৩৬) রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন থেকে বিজিবির একটি টহল দল তাকে আটক করে।

বিজিবি জানায়, জাহিদের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার দুটি উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধার সোনার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইলের মূল্য ১৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা। আটক জাহিদের বিরুদ্ধে মামলা করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে স্বর্ণ, রূপা, মাদক, অস্ত্র, হুন্ডি ও অন্য চোরাচালান প্রতিরোধে বিজিবি তার গোয়েন্দা তৎপরতা আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]