35330

08/02/2025 শ্বশুরবাড়ি থেকে ককটেলসহ আওয়ামী লীগ নেতা আটক

শ্বশুরবাড়ি থেকে ককটেলসহ আওয়ামী লীগ নেতা আটক

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

৩১ জুলাই ২০২৫ ১৭:৩৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে ১০ পিস ককটেলসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা ১৫-২০ জন সহযোগী পালিয়ে যান। এ সময় ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তিনি একই এলাকার নুরুল ইসলামের জামাতা।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃত আলাউদ্দিন বেদনকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]