35385

08/03/2025 ৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

ধর্ম ডেস্ক

২ আগস্ট ২০২৫ ১১:৫৪

হজ ও উমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ জিলহজ (২১ জুন) থেকে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের আগমন শুরু হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত ওমরাহ যাত্রীদের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ৪৫ দিনের তথ্য। ১৫ জিলহজ থেকে শুরু হয়ে ৩০ মহররম পর্যন্ত সময়ের মধ্যে মোট ১২ লাখ উমরাহ যাত্রীর রেকর্ড রয়েছে।

হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে ওমরাহ যাত্রীদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ওমরাহ ভিসার সংখ্যাও ২৭ শতাংশ বেশি ইস্যু হয়েছে।

চলতি বছর ১৪ জিলহজ থেকেই ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছিল হজ মন্ত্রণালয়। পরদিন ১৫ জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে ‘নুসুক পোর্টাল’-এর মাধ্যমে ওমরাহ ভিসা ইস্যু করা শুরু হয়।

ওমরাহ মৌসুমে ইবাদতকারীদের আগমন বৃদ্ধির কারণ হিসেবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, সেবা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, উন্নত ব্যবস্থাপনা এবং সফল হজ মৌসুমের অভিজ্ঞতার সঠিক ব্যবহার। এ সময় ৪,২০০টির বেশি চুক্তি সম্পাদিত হয়েছে দেশীয় উমরাহ কোম্পানি এবং আন্তর্জাতিক এজেন্টদের মধ্যে, যা অবকাঠামোকে আরও শক্তিশালী করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]