3566

04/19/2025 আজ নতুন সরকার ঘোষণা করতে পারে তালেবান

আজ নতুন সরকার ঘোষণা করতে পারে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৯

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার প্রায় দুই সপ্তাহ পর আজ শনিবার, নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান। আর কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছে তালেবানের একটি সূত্র। এরইমধ্যে রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি।

অপরদিকে পাঞ্জশিরি সংঘর্ষের মধ্যদিয়ে দেশের বিশৃঙ্খলা আরও গভীর হয়ে পড়েছে। একইসাথে দেশের অর্থনৈতিক পতনের বিষয়েও তালেবানকে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। যেকারণে দ্রুতই সরকার ঘোষণা করতে চায় তালেবান।

এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর সরকার গঠনের কথা থাকলেও তা পিছিয়ে যায়।

বেসরকারি সংবাদ সংস্থা টলোকে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আন্দোলনের সর্বোচ্চ নেতা হাইবুতুল্লাহ আখুনজাদা নতুন মন্ত্রী পরিষদের প্রধান পদ পবেন এবং তার নিচে একজন সভাপতি থাকবেন।

এদিকে গেলো ক’দিন ধরেই আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তালেবান বাহিনীর সাথে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে, ক্ষমতাচ্যুত সরকারের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ সমর্থিত বাহিনীর।

শুক্রবারের সংঘর্ষের পর তালেবান বাহিনীর একটি সূত্র পাঞ্জশির দখলের খবর জানায় সংবাদ সংস্থা রয়টার্সকে। তবে তালেবানের এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের অন্যতম যোদ্ধা এবং ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ। একইসাথে তার পালিয়ে যাওয়ার যে খবর বেরিয়েছিলো তা মিথ্যা বলেও দাবি করেন তিনি।

এদিকে গেলো কয়েকদিনের এই সংঘর্ষে শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসিকে পাঠানো একটি ভিডিও বার্তায় সালেহ বলেন, দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। এতে কোনো সন্দেহ নেই যে তালেবান নিয়ন্ত্রণ বাহিনী একটি কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে।

বিবিসির তথ্যমতে ধারণা করা হচ্ছে, রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পাঞ্জশির উপত্যকা এখনো তালেবানের পুরোপুরি দখলে আসেনি। আর সেখানেই পাহাড়ের পেছনে প্রায় দুই লক্ষ মানুষের মাঝে লুকিয়ে আছে তালেবান বিরোধী দলটির সদস্যরা। তবে পরিস্থিতি যাই হোক না কেনো, আত্মসমর্পণ করবেন না বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]