3577

04/26/2024 ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে যাচ্ছিলেন ৪ জঙ্গী

ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে যাচ্ছিলেন ৪ জঙ্গী

জেলা সংবাদদাতা, ময়মনসিংহ

৪ সেপ্টেম্বর ২০২১ ২২:০৪

র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় অস্ত্রসহ আটক চার জঙ্গি ব্যাংক ডাকাতির উদ্দেশে ময়মনসিংহে যাচ্ছিলেন বলে জানিয়েছেন র‍্যাব-১৪ কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদে র‍্যাব-১৪ এর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]