35858

08/08/2025 নিহত মাসুমার ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান

নিহত মাসুমার ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান

জেলা সংবাদদাতা, ভোলা

৭ আগস্ট ২০২৫ ১৭:০১

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে লাগা আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা প্রতিষ্ঠানটির অফিস সহকারী ভোলার মাসুমার (৩৬) ছেলে মো. আব্দুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও মাসুমার পরিবারকে নগদ অর্থ সহযোগিতা দেওয় হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল উত্তরার দিয়াবাড়ি শুক্রভাঙ্গা এলাকায় মাসুমা বেগমের ভাড়া বাড়িতে গিয়ে তার পরিবারকে তারেক রহমানের বার্তাটি পৌঁছে দেয়। রিজভী মাসুমার স্বামীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি।

মাসুমার স্বামী মো. সেলিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেলিম বলেন, তারেক রহমান আমার ছেলে আব্দুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। আব্দুল্লাহ দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। বড় মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ে দিয়েছি। আমি পেশায় একজন গাড়িচালক। অভাবের তাড়নায় ভোলা থেকে ঢাকায় আসার পর স্বামী-স্ত্রী দুজনের রোজগারে ভালো ভাবেই সংসার চলতো। মাসুমার মৃত্যুর পর আমার স্বল্প আয়ে ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় ছিলাম। এখন চিন্তামুক্ত হয়েছি। এছাড়াও নগদ অর্থ দিয়েছেন।

এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে লাগা আগুনে মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। ২৬ জুলাই সকাল ১০টার পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে ২৭ জুলাই সকালে জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ কোড়ালিয়া গ্রামের রুন্দি বাড়ির পারিবারিক কবরস্থানে (শ্বশুরবাড়ি) তাকে দাফন করা হয়েছে। মাসুমার স্বামী ও দুই ছেলেমেয়ে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]