3608

09/20/2024 দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর ২০২১ ২১:০৫

বিদেশগামী যাত্রীদের সুবিধার্থে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, ‘সিভিল অ্যাভিয়েশন বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। বিমানবন্দরে স্থাপিত ল্যাবগুলো বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী দুই থেকে চার ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে।’

মন্ত্রিসভার বৈঠকে সরকারি ঋণ আইন ২০২১-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগ উত্থাপিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান সংশোধন আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]