36283

08/14/2025 কিমকে ধন্যবাদ জানালেন পুতিন

কিমকে ধন্যবাদ জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট ২০২৫ ১৬:১৭

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এবং উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ— উভয়েই এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, “ইউক্রেন যুদ্ধে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে গতকাল মঙ্গলবার টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বোচ্চ নেতা রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়া-উত্তর কোরিয়া বন্ধুত্বের স্পিরিটের প্রতি বিশ্বস্ত এবং ভবিষ্যতে যদি ফের কখনও প্রয়োজন হয়, তাহলে নিজের পূর্ণ সামর্থ্য নিয়ে রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে।

দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে উল্লেখ করেছে কেসিএনএ।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দু’টি দেশ সক্রিয়ভাবে রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে এবং সেনা-অস্ত্র দিয়ে সহায়তা করেছে সিরিয়া এবং উত্তর কোরিয়া। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু এবং এর ফলশ্রুতিতে গত বছল প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া সরে গেলেও উত্তর কোরিয়া এখনও রাশিয়ার পাশে আছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। দেশটির হাজারেরও বেশি সেনা এই যুদ্ধে নিহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে হতে যাচ্ছে বৈঠক। সেই বৈঠকের আগে কিমকে ফোনকল করে ধন্যবাদ জানালেন পুতিন।

সূত্র : আরটি, এএফপি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]