36313

08/14/2025 কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসীর মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট ২০২৫ ১৮:৪০

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে বিষাক্ত মদ্যপানের কারণে ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদ্যপানের কারণে প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে ভেজাল মদ কিনেছিলেন বলে জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিতরা সবাই ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে এই প্রবাসীরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কতৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রবিবার (১০ আগস্ট) ঘটনাটি প্রকাশ্যে আসে যখন অবৈধ মদ পান করার পর গুরুতর অবস্থায় প্রায় ১৫ জন প্রবাসীকে ফারওয়ানিয়া এবং আদন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।

এছাড়াও ভেজাল মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা আল-আহমাদি গভর্নরেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে কিছু ভুক্তভোগী সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]