36345

08/15/2025 পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া-বেলারুশ

পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া-বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট ২০২৫ ১১:৪৫

পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পাঁচ দিনব্যাপী ‘জাপাদ ২০২৫’ সামরিক মহড়াটি বেলারুশে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে দুদেশের সামরিক বাহিনী।

বুধবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস।

মহড়ায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে। মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। যা ৬টি ওয়ারহেডসহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বিনা বাধায় অতিক্রম করতে পারে ৩ হাজার কিলোমিটার পর্যন্ত। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর।

গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মিসাইলটি। চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা রয়েছে রাশিয়ার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]