3639

04/20/2025 ঢাকার চারদিকে হবে এলিভেটেড সার্কুলার রোড

ঢাকার চারদিকে হবে এলিভেটেড সার্কুলার রোড

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৪

রাজধানীর ঢাকার চারদিকে এলিভেটেড সার্কুলার রোড তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে, সেহেতু এলিভেটেড (উড়াল) হলে ভালো।

এ ছাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে তাদের কাছ থেকে ভাড়া না নেওয়ার নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। তবে রক্ষণাবেক্ষণের জন্য সামান্য অর্থ নেওয়ার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নির্দেশনার বিষয়গুলো জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

একনেকে আজ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]