36465

08/16/2025 চাঁপাইনবাবগঞ্জে দুই মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

জেলা সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

১৬ আগস্ট ২০২৫ ১১:২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদরাসায় দুই আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মৃত দুই শিক্ষার্থী হলো গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈয়দুর রহমানের মেয়ে জামিলা (১০)।

শনিবার (১৬ আগস্ট) ভোররাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতের প্রথম প্রহরে মাদরাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মাদরাসার শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, ‘শুক্রবার রাতে ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুইজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু তারা বাঁচেনি।’

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল আলিম জানান, ‘নিহতদের একজনকে হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন কিছুক্ষণ পর মারা যায়।’

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]