বর্ষা এবং চুলের সমস্যা একসঙ্গে চলে। আর্দ্রতা, স্যাঁতসেঁতে ভাব এবং তাপমাত্রার পরিবর্তন আপনার চুলকে প্রাণহীন, দুর্বল, ভাঙা-প্রবণ করে তুলতে পারে। এই সময় আমরা অনেকেই রাসায়নিক সমৃদ্ধ পণ্যের দিকে ঝুঁকে পড়ি যা উপকারের চেয়ে বেশি ক্ষতি করে।
তাই ঘরোয়া সমাধান বেছে নেওয়াই উত্তম। এই বর্ষায় গোলাপজল এবং নারিকেল তেলের জুটি আপনার চুলে প্রাকৃতিক ত্রাণকর্তা হতে পারে। বর্ষা ঋতুতে বা অন্য সময়েও চুল সুস্থ, আর্দ্র এবং মজবুত রাখার ক্ষেত্রে এই দুটি প্রাচীন উপাদান কার্যকর।
বর্ষাকালে কেন চুল বেশি ভেঙে যায়?
অতিরিক্ত আর্দ্রতা চুলের খাদকে নরম করে, আরও ছিদ্রযুক্ত এবং ভঙ্গুর করে তোলে। উপরন্তু, বৃষ্টির পানির দীর্ঘায়িত ব্যবহার অ্যাসিডিক বা দূষিত হতে পারে এবং মাথার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। যে কারণে চুল ও স্ক্যাল্পে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। নারিকেল তেলের প্রচুর পুষ্টিকর উপাদান এবং গোলাপজলের হাইড্রেটিং বৈশিষ্ট্য চুলের জন্য দারুণ উপকারী। বিশেষ করে বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই দুই উপাদান অনেক বেশি কার্যকরী।