36475

08/17/2025 রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৫ ১২:৪৭

রাজধানীর কদমতলীতে ট্রাকের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) ভোরে কদমতলীর ঢাকা ম্যাচ শ্যামপুর শিল্পাঞ্চল এলাকার মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের আনুমানিক বয়স ৬৫ বছর।

কদমতলী থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কদমতলী ঢাকা ম্যাচ শ্যামপুর শিল্পাঞ্চলের মেইন রোডের পাশে ওই বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

স্থানীয়দের বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন, ভোরের দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]